আজ ১৫ জানুয়ারি ২০২১ শুক্রবার, সকাল ৯টায় পুরানা পল্টনস্থ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনে ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে নগর পরামর্শ পরিষদের ৪র্থ অধিবেশন অনুষ্ঠিত হয়। নগর দক্ষিণের সেক্রেটারি জনাব শফিকুল ইসলামের সঞ্চালনায় অধিবেশনে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও নগর দক্ষিণের সভাপতি মুফতী মানসুর আহমদ সাকী।
এই অধিবেশনে ২০১৯-২০২১ সেশনের দফতরভিত্তিক কার্যক্রম পর্যালোচনা ও পরিকল্পনা গ্রহণ করা হয়। নগর পরামর্শ পরিষদ সদস্যদের স্বতস্ফুর্ত অংশগ্রহনে উন্মুক্ত মতামত ও পরামর্শ দিয়েছেন নেতৃবৃন্দ।
অধিবেশনে বক্তব্য রাখেন যুবনেতা জানে আলম সোহেল, মাওলানা আল আমীন এহসান, মাওলানা নাজিম উদ্দীন, মুফতী এইচ এম আবু বকর সিদ্দীক, ক্বারী নাসির উদ্দিন, গোলামুর রহমান আজম, তানজিল হাসান, লিয়াকত হোসাইন প্রমুখ।