দেশের জনগণের জানমাল ও রাষ্ট্রের সম্পদ রক্ষার দায়িত্ব সকলের। দেশ প্রেমিক ছাত্র-জনতার দায়িত্ব হল রাষ্ট্রের সম্পদ লুণ্ঠন, ভাঙচুর, দখলদারিত্ব, ক্যাম্পাসে হল দখল ইত্যাদির মতো ঘৃণিত কাজ রুখে দেয়া। ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সহযোগী সংগঠন সমূহ ইতোমধ্যেই দেশের শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বত্র কাজ করছে। বিশেষ করে ট্রাফিক নিয়ন্ত্রণ, সংখ্যালঘুদের নিরাপত্তা বিধান এবং জান মালে নিরাপত্তায় আমাদের বিশেষ টিম সারাদেশে কাজ করছে। এই ধারাবাহিকতা রক্ষা করতে হবে।
আজ ৭ আগস্ট ২০২৪ পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কর্ম পরিষদের সাপ্তাহিক বৈঠকে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন উপরের যুক্তকথাগুলো বলেন।
তিনি আরো বলেন আমাদের রাজনীতি হচ্ছে মানুষের কল্যাণের জন্য। দেশের এই সংকটকালে জনগণের জানমাল এবং রাষ্ট্রের সম্পদ রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব।
সংগঠনের সেক্রেটারি জেনারেল মুফতী মানসুর আহমদ সাকীর সঞ্চালনায় বৈঠকে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি আতিকুর রহমান মুজাহিদ, জয়েন্ট সেক্রেটারি জেনারেল ইঞ্জিনিয়ার মুহাম্মাদ মারুফ শেখ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ ইলিয়াস হাসান, প্রকাশনা সম্পাদক মাস্টার মাহবুবুল আলম, অর্থ সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মসংস্থান সম্পাদক মাওলানা মুহাম্মাদ ইউনুছ তালুকদার, আন্তর্জাতিক সম্পাদক অ্যাডভোকেট ইমতিয়াজ আহমাদ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মুহাম্মাদ সাইফুল ইসলাম, আইন ও মানবাধিকার সম্পাদক এডভোকেট বায়েজিদ হোসাইন, প্রবাসীকল্যাণ সম্পাদক মাওলানা আবুল হাসান রায়হান প্রমুখ।
– সংবাদ বিজ্ঞপ্তি