যুবকদের দেশ ও মানবতার কল্যাণে ঐক্যবদ্ধ করতে হবে
-ইসলামী যুব আন্দোলন
ইসলামী যুব আন্দোলন এর কেন্দ্রীয় সভাপতি কে এম আতিকুর রহমান বলেন, দেশের যুব শক্তিকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে যুব শক্তিকে ঐক্যবদ্ধ করার কোনো বিকল্প নেই। জাতীয় যুব কনভেনশনকে সামনে রেখে যুবকদের ঐক্যবদ্ধ করে দেশ মানবতা ও ইসলামের স্বার্থে কাজে লাগাতে হবে।
আজ ৪ ডিসেম্বর শুক্রবার বিকাল ৩ টায় ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়, সেক্রেটারি জেনারেল মাওলানা নেছার উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত নিয়মিত মাসিক বৈঠকের সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
কেন্দ্রীয় সভাপতি আরো বলেন, একটি স্বার্থান্বেষী মহল যুব শক্তিকে তাদের হীন স্বার্থের জন্য ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করে আসছে, তারা যুবকদেরকে নারী, মাদকসহ বিভিন্ন নেশায় লিপ্ত রেখে দেশকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। ইসলামী যুব আন্দোলন এ সকল চক্রান্তকারীদের ষড়যন্ত্র সফল হতে দেবে না ইনশাআল্লাহ।
বৈঠকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আইন শৃংখলার চরম অবনতির জন্য সরকারের ব্যর্থতাকে দায়ী করা হয়।
মাসিক বৈঠকে আগামী ২২ জানুয়ারি রাজধানী ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় যুব কনভেনশন বাস্তবায়নের জন্য বেশ কয়েকটি কমিটি গঠন করা হয়।