সচরাচর জিজ্ঞাসা এবং উত্তর
১. ইসলামী আন্দোলন বাংলাদেশ আওয়ামী লীগ কিংবা বিএনপির কোনো জোটের সাথে সম্পৃক্ত আছে?
না, নেই। ইসলামী আন্দোলন বাংলাদেশ একক রাজনৈতিক শক্তি হিসেবে কাজ করে আসছে। আমরা আওয়ামী লীগ কিংবা বিএনপির সাথে কখনোই সম্পৃক্ত ছিলাম না, এখনও নেই, ভবিষ্যতেও হবো না। আমরা হাতপাখা প্রতিকে জাতীয় নির্বাচনে প্রার্থী দিয়ে থাকি। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নিবন্ধন নং ০৩৪।
২. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র এবং প্রবীন নেতৃবৃন্দের কী অবদান ছিলো। বিভিন্ন সময় শোনা যায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা আমীর মাওলানা সৈয়দ ফজলুল করীম রহ. যুদ্ধাপরাধী ছিলেন।
৩. বাংলাদেশে বিপুল ইসলামী সংগঠন দেখা যায়। ইসলামে কি এভাবে শতধা বিভক্তের কথা বলে? আপনারাই বা এতো ইসলামী দল থাকা সত্ত্বেও দল গঠন করলেন?
৪. আপনারা গণতন্ত্রে বিশ্বাস করেন না; গণতন্ত্রকে হারাম বলেন। অথচ আপনারাই গণতান্ত্রিক নির্বাচনে অংশগ্রহণ করেন কেনো?
৫. আওয়ামী লীগের শাসনকালে বিরুদ্ধবাদী সকল সংগঠনের কার্যক্রমে বাধা প্রদান করে, অনুমতি দেয় না। অথচ আপনারও আওয়ামী লীগের বিরুদ্ধে বলেন, আপনাদের কার্যক্রমে বাধা আসে না কেনো?
৬. বর্তমান আওয়ামী লীগ সরকার পতন আন্দোলন নিয়ে আপনারা কী ভাবেন? আপনাদের অবস্থান কী?