ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর ঢাকা বিভাগের (একাংশ) আওতাধীন জেলা/মহানগর শাখার দায়িত্বশীলদের নিয়ে বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর’২৩) সকাল ১০টায় নারায়ণগঞ্জ শহরের আলী আহমদ চুনকা অডিটরিয়ামে বিশেষ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মাওলানা আরিফ বিন মেহের উদ্দিন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি আতিকুর রহমান মুজাহিদ, সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমাদ সাকী, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুফতি রহমাতুল্লাহ বিন হাবিব, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক ডা. মিজানুর রহমান।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মাওলানা মাসুম বিল্লাহ, জেলা সেক্রেটারি মুহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
সভায় সংগঠনের শাখাসমূহের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং আগামীদিনের কর্মসূচি বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।