শনিবার (৩০ সেপ্টেম্বর’২৩) সকালে খুলনা গার্ডেন রেস্টুরেন্টে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর খুলনা বিভাগের আওতাধীন জেলা/মহানগর শাখার দায়িত্বশীলদের নিয়ে বিশেষ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর মাওলানা আব্দুল আউয়াল, প্র্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন।
কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) মুফতী আহমদ আব্দুল জলিল-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল মুফতী মানসুর আহমদ সাকী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ ইলিয়াস হাসান, কেন্দ্রীয় দফতর সম্পাদক এম এ হাসিব গোলদার।
সভায় সংগঠনের শাখাসমূহের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং আগামীদিনের কর্মসূচির বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করা হয়।